Song: Tumi Chara
Singer: Imran Mahmudul & Maysha
Tumi Chara Lyrics in Bengali
কি যে হাসি তুমি ছড়ালে
মায়াজালে এ মন জড়ালে,
ডুবে থাকি আলো আশাতে
বলি আমি কোন ভাষাতে।
রোজ বসে তোকে খোঁজা
কাছ থেকে আরও চাওয়া
সবই তো তোকে ঘিরে ভাবনায়,
তোর নামে মেঘে ভেজা
মাঝে মাঝে তুই ছাড়া
সাত’সকাল ভাবা যায় না।
তুমি ছাড়া শুধু তুমি ছাড়া
অসহায় আমি শুধু তুমি ছাড়া।
এই মনে আছে আমার
যত অবুঝপনা,
সবই যে তোমার জন্য
কেন তা তুমি বোঝোনা?
ভুল করে বুঝে ওঠা
তোকে রেখে আলো খোঁজা
ইচ্ছেরা কেন তোকে চায় না,
তোর চোখে ভেবে যাওয়া
মনে জাগে কত চাওয়া
বলনারে শুধু তুই বলনা।
তুমি ছাড়া শুধু তুমি ছাড়া,
অসহায় আমি শুধু তুমি ছাড়া..