Song: Tumi Asbe Bole
Singer: Nachiketa Chakraborty
Tumi Asbe Bole Lyrics in Bengali
তুমি আসবে বলেই..
তুমি আসবে বলেই..
তুমি আসবে বলেই
বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ
তুমি আসবে বলেই
শিশির শিশির ভরে গেছে মাঠ-ঘাট (x2)
মনের জানলা খুলেছে পাল্লা
আলো মন একাকার
যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন
রামধনু পারাপার (x2)
তুমি আসবে বলেই..
তুমি আসবে বলেই
কড়িকাঠ গুনে বাদল বেলার ঘুম
তুমি আসবে বলেই
হঠাৎ আনন্দে দুপুরটা নিঃঝুম (x2)
তবুও ভাবনা মেলেছে পাখনা
সংশয়ে হাওয়ায়
বৃষ্টিধারায় ঝাপসা তারায়
সুখের সান্ত্বনায় (x2)
তুমি আসবে বলেই..
তুমি আসবেই জানি বলবো কিভাবে
তুমি যে আমার
তুমি আমার আকাশে সে আকাশ নেই
আমার ই অধিকার (x2)
দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙ্গছে ছন্দ
বুকেতে অজানা ভয়
জানি যেকোনো শর্তে লুকিয়ে রয়েছে
আমার পরাজয় (x2)
তুমি আসবে বলেই…