Toy Train Lyrics in Bengali | টয় ট্রেন লিরিক্স

Song: Toy Train
Singer : ANUPAM ROY
Lyrics : RAAJHORSHEE DE

Toy Train Lyrics in Bengali

ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ
কুয়াশারা দর্শক সারিতে
পাহাড় আকাশ এই মোম রঙ রাস্তায়
খুনসুটি ভাব আর আড়িতে (২ বার)

ওই চাঁদ টয় ট্রেন আঁকাশে রেললাইন
স্বপ্নের মতো সাদা কুয়াশা
মন খারাপের সব হিসেব মিলিয়ে দিয়ে
ছাতা নিয়ে হেঁটে আসে ভালোবাসা

তাই আবার কাঞ্চনজঙ্ঘা
ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা
ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ

ছুটে চলা বিপ্লবী, মন আর চাঁদটা
বেঞ্চ পাহাড় দেখে বসে
ওই দেখো দূরে স্বপ্ন আমার
ঘোড়ার পিঠে চরে আসে

বায়না ধরেছে মেঘ যাবো যাবো বলে
তাই ছোওয়াল জবাব সব তোলা থাক
অনেক হিসেব আজ মিলতেই চায় না
বাই বাই বলে সব ভোলা যাক

ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ
কুয়াশারা দর্শক সারিতে
পাহাড় আকাশ এই মোম রঙ রাস্তায়
খুনসুটি ভাব আর আড়িতে

সমস্তানি রোদ আঁকাশে উঠবে কাল
মনটা খারাপ আর হবে না
অনেক দিনের সেই, ভালবাসা টয় ট্রেন
কুয়াশা স্টেশনে থেকে যাবে না

তাই আবার কাঞ্চনজঙ্ঘা
ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা
তাই আবার কাঞ্চনজঙ্ঘা
ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা

Share with your friends

Leave a Comment