Song: Tomar Jonmodine
Singer: Tushar Debnath
Tomar Jonmodine Lyrics in Bengali
তোমার জন্মদিনে,
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান।
তোমার ফুলের টবে,
নানান রঙের রোদে
আমিও করবো স্নান।
সুরেলা পিয়ানো থেকে উঠে
ছুটে আসা রোদেলা দুপুরে,
মাথাচাড়া দিয়ে ওঠে আবেগ
সমুদ্র তীরে ফেলে ছুঁড়ে।
কোনো আশা নেই জেনেও,
আমিও ক্রমশ সরু হতে,
থাকি ছায়াদের মতো।
তোমার জন্মদিনে,
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান।
হওয়াতে ভেসে বেড়ানো মানুষ
তোমাকে ফুলের তোড়া দিয়ে
এরা কেউ খোঁজ রাখবেনা
ঘুড়ি আমি কত চিঠি নিয়ে।
কোনো আশা নেই জেনেও,
আমিও ক্রমশ ফিকে হয়ে আসি,
শীতের বিকেলে।
তোমার জন্মদিনে,
গোপন খামের ভিড়ে
আমিও গাইবো গান।
তোমার ফুলের টবে,
নানান রঙের রোদে
আমিও করবো স্নান।