Song: Tomake Chere Eka Chola Jabena
Singer: Raghab Chatterjee
Tomake Chere Eka Chola Jabena Lyrics in Bengali
তোমাকে ছেড়ে একা চলা যাবে না
কিছু না বলে কিছু বলা যাবে না।
এলে আদরের দিন
এলে আতরের রাত নেমে,
দেবো জোনাকীর গান
আর শালিকের স্নান এনে,
আজ এনে দেবো তোমায়,
সে তোমায়।
ধরেছে, খুব তুমি তুমি মন
করেছে, খুব তুমি তুমি মন
ধরেছে, খুব তুমি তুমি মন ..
কিভাবে এত
কাছে তোমাকে যে চাই,
ও.. কিছুটা পেলে
কিছুটা চোখে হারাই।
ও.. তোমাকে খুঁজবো বলে
ও… কত কি ভুলে বেড়াই ..
এলে আদরের দিন
এলে আতরের রাত নেমে,
দেবো জোনাকীর গান
আর শালিকের স্নান এনে,
আজ এনে দেবো তোমায়,
সে তোমায়।
ধরেছে, খুব তুমি তুমি মন
করেছে, খুব তুমি তুমি মন
ধরেছে, খুব তুমি তুমি মন ..