Song: Thakte Dis Re Maa
Singer : Keshab Dey
Lyrics : Badal Paul
Thakte Dis Re Maa Lyrics in Bengali
শ্যামা মা তোর চরণ ধরে
থাকতে দিস রে জনম ভোরে, আমায়
মা গো তোর এই পাগল ছেলে
রইবে রে রোজ তোর আসরে, ছায়ায়।
তুই নাকি মা সার্বজনীন
তোর কাছে নয় কিছুই কঠিন,
তোর ওই দুটি চরণ তলে
থাকবো আজীবন ..
শ্যামা মা তোর চরণ ধরে
থাকতে দিস রে জনম ভোরে, আমায়।।
শক্তি রূপে জয় মা কালী
ভক্তি কি মা তুই সেখালি,
এই দুনিয়ায় যা হয় সবই
তোরই ছলনা ..
কি দিয়ে বল পূজি তোরে
আমি বড় অভাগা রে,
তোর চোখের ওই দয়া ছাড়া
নেই রে কামনা।
জীবন তোকে সপেঁ দেবো
বলুক লোকে পাগল রে, আমায়
শ্যামা মা তোর চরণ ধরে
থাকতে দিস রে জনম ভোরে, আমায়।।
হাজার খুঁজেও মা তোর মতন
শীতল ছায়ার হদিস পাই নে,
তুই জননী তুই মা কালী
তুই যে সাধনা।
এ জগতের মোহো মায়ায়
ব্যাকুল হয়ে তোর ওই মুখে,
যতই দেখি ততই যেন
ভুলি যাতনা।
কি দিয়ে বল পূজি তোরে
আমি বড় অভাগা রে,
তোর চোখের ওই দয়া ছাড়া
নেই রে কামনা।
জীবন তোকে সপেঁ দেবো
বলুক লোকে পাগল রে, আমায়
শ্যামা মা তোর চরণ ধরে
থাকতে দিস রে জনম ভোরে, আমায়।।