Song: Teen Cup Chaa
Singer: Rupankar Bagchi
Teen Cup Chaa Lyrics in Bengali
একদিন স্বপ্নে দিন গুনি না
এক রাত ইচ্ছেরা কথা শোনে না
এক ঝাঁক কষ্টেরা ঘুম ভাঙ্গে না
এক কাপ চায়ে তোর দাম দেব না।
তুই এঁকে যা রামধনু, এক চুমুকেই।
জানি না কোন পেয়ালা,
দুচোখে আনে দেয়ালা।
বেজে ওঠে কোন বেহালা, তোর সুরে।
কোন যে মন বেহায়া,
ভেসে ওঠে কার চেহারা।
বেজে ওঠে কোন বেহালা, মন সুরে।
এক কাপ চায়ে তোর নাম নেবো না।
এক কাপ চায়ে তোর,দাম দেবো না।
একদিন রোদ্দুরে হাত দেবো না।
একরাত গল্পেরা ভোর হবে না।
জানি না কোন পেয়ালা,
দুচোখে আনে দেয়ালা।
বেজে ওঠে কোন বেহালা, তোর সুরে।
কোন যে মন বেহায়া,
ভেসে ওঠে কার চেহারা।
বেজে ওঠে কোন বেহালা, মন সুরে ।