Song: Take Khub Kache Jei Pai
Singer : Somlata Acharyya Chowdhury
Take Khub Kache Jei Pai Lyrics in Bengali
তাকে খুব কাছে যেই পাই
আমি অমনি বোবা দু’চোখে হারাই,
তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান।
তাকে খুব কাছে যেই পাই
আমি অমনি বোবা দুচোখে হারাই,
তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান।
তাকে খুব কাছে পাই যেই
কাছে এইতো ছিলে এই বুঝি আর নেই,
তাকে দাও পাহারা এক বেয়াড়া গান।
এই টুকরো উপহার, বলো বন্ধু হবে তার
এই টুকরো উপহার, বলো বন্ধু হবে তার
সে রূপকথার ..
তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান।
তাকে যেই কাছে পাই খুব
যদি যাই ভেসে দিয়ে অন্য হাওয়ায় ডুব,
তখন থাকবে পড়ে একফালি এই গান
তাকে থাকবে ছুঁয়ে একফালি এই গান
হুম হুম হুম হুম..