Song: Shyamer Banshori Baaje
Singer: Raghab Chatterjee
Shyamer Banshori Baaje Lyrics in Bengali
বাজে.. বাজে.. বাজে..
বাজে রাধা মন্দিরে
শ্যামের বাঁশরি বাজে,
বাজে রাধা মন্দিরে
শ্যামের বাঁশরি বাজে,
লয়ে রাধা কুন্তলে
মেঘ রাশি রাশি,
শ্যাম মিলনে সাজে ..
বাজে.. বাজে.. বাজে।
ওই নীল সরোবরে ফুটি শতদল সম
করে জলকেলি গোপী সনে,
ওই নীল সরোবরে ফুটি শতদল সম
করে জলকেলি গোপী সনে,
মুরলীর সুর করে অন্তর উচাটন
তাহে শ্যাম সোহম রাজে,
তাহে শ্যাম সোহম রাজে,
শ্যাম সোহম রাজে,
বাজে.. বাজে.. বাজে।
আজ নব সমীরণ করি বাঁশি অনুরণন
ডাকে রাধা রাধা রাধা নামে,
আজ নব সমীরণ করি বাঁশি অনুরণন
ডাকে রাধা রাধা রাধা নামে,
শুনি যে গো সেই ধ্বনি
হয়ে রাধা অভিমানী
করে আঁখি নত বুঝি লাজে
করে আঁখি নত বুঝি লাজে
আঁখি নত বুঝি লাজে।
বাজে.. বাজে.. বাজে..
বাজে রাধা মন্দিরে
শ্যামের বাঁশরি বাজে,
লয়ে রাধা কুন্তলে
মেঘ রাশি রাশি,
শ্যাম মিলনে সাজে ..
বাজে.. বাজে.. বাজে …