Song: Shototar Bilashita
Singer: Rupam Islam
Shototar Bilashita Lyrics in Bengali
সততার বিলাসিতা আর নয়
এটা যুদ্ধ জিতবার সময়
দেয়ালে যদি পিঠ ঠেকে যায়
তবে ঘুরে দাঁড়াতে হয়।
মূল্যবোধের ভীষণ অবক্ষয়
তারও দায়ভার কাঁধে নিতে হয়
আমি সব ক্রুশ কাঁধে নিতে রাজি
যাতে বিদ্ধ এ সময়।
সখী ভালবাসা কারে কয় ?
ভালবাসা মানে শুধু অপচয়,
ভালবাসা মানে প্রতারিত কিছু
ক্ষত বিক্ষত হৃদয়।
তবু আশা এক অদ্ভুত অব্যয়
এই আশাটুকু আমাদের সঞ্চয়
আজও আশা আছে বলে হেরে গেছে যত
হেরে যাওয়ার ভয়।
সখী ভালবাসা কারে কয় ?
ভালবাসা মানে শুধু অভিনয়
ভালবাসা মানে প্রতারিত কিছু
ক্ষত বিক্ষত হৃদয়।
তবু আশা এক অদ্ভুত অব্যয়
এই আশাটুকু আমাদের সঞ্চয়
আজও আশা আছে বলে হেরে গেছে যত
হেরে যাওয়ার ভয়।
হারিয়েছি যা, জানি ফিরে পাবো না
সব সত্যি কল্পনা, আজ নিছক গল্প না
মনে হয়।
কত শীতল সুবাতাস
কত রোদেলা আকাশ
রাত জাগা হা-হুতাশ
বল দেবে ভুলিয়ে, কি সময়?
প্রকৃতি জানে, কোন স্বপ্নের শ্মশানে
ঠিক কখন কিভাবে, দুঃস্বপ্ন পোড়াবে
ঘুম আমার।
তবু হাল তো ছাড়িনি,
আমি হারতে পারিনি
কেউ তাকাক না তাকাক,
বুক চিতিয়ে দাড়াক অহংকার।
সব অকারণ বিনয়ের নয় ছয়
পুড়ে যাওয়া হাড়ে ভানহীন প্রত্যয়
শত্রুর ছোড়া যুদ্ধের চ্যালেঞ্জ-এ
ভেঙ্গে গেছে সংশয়।
হয়ে যাক আজ এসপার-ওসপার
সমাধান হোক সব সমস্যার
পড়ে থাক যত নীতিবোধ আর
হিতোপদেশের আশ্রয়।
সখী ভালবাসা কারে কয় ?
ভালবাসা মানে শুধু অভিনয়
ভালবাসা মানে প্রতারিত কিছু
ক্ষত বিক্ষত হৃদয়।
তবু আশা এক অদ্ভুত অব্যয়
এই আশাটুকু আমাদের সঞ্চয়
আজও আশা আছে বলে হেরে গেছে যত
সততার বিলাসিতা আর নয়
এটা যুদ্ধ জিতবার সময়
দেয়ালে যদি পিঠ ঠেকে যায়
তবে ঘুরে দাঁড়াতে হয়।
মূল্যবোধের ভীষণ অবক্ষয়
তারও দায়ভার কাঁধে নিতে হয়
আমি সব ক্রুশ কাঁধে নিতে রাজি
যাতে বিদ্ধ এ সময়।
সখী ভালবাসা কারে কয়?
ভালবাসা মানে শুধু অপচয়
ভালবাসা মানে প্রতারিত কিছু
ক্ষত বিক্ষত হৃদয়।
তবু আশা এক অদ্ভুত অব্যয়
এই আশাটুকু আমাদের সঞ্চয়
আজও আশা আছে বলে হেরে গেছে
যত হেরে যাবার ভয়।