Song: Sesher Golpo Suru
Singer: Rupankar Bagchi
Sesher Golpo Suru Lyrics in Bengali
শেষের গল্প শুরু, মুগ্ধ চোখের রেশ,
চলতি হাওয়ার বাঁকে, প্রেমের ছদ্মবেশ।
কপালের ভাঁজে সময়ের ক্ষত
দেখিনি আতস কাঁচে,
প্রাক্তন আজও অতীতের কাছে
নতজানু হয়ে বাঁচে।
শরীরে গন্ধ চেনা, অন্ধের চোখে আলো
কেন তুমি জানলে না, কতখানি অগোছালো।
কপালের ভাঁজে সময়ের ক্ষত
দেখিনি আতস কাঁচে,
প্রাক্তন আজও অতীতের কাছে
নতজানু হয়ে বাঁচে।
ছন্দের আছে দায়, কবিতায় দেবে সুর
মুখ তুলে কেন চায়, ফেলে আসা রোদ্দুর।
কপালের ভাঁজে সময়ের ক্ষত
দেখিনি আতস কাঁচে,
প্রাক্তন আজও অতীতের কাছে
নতজানু হয়ে বাঁচে,
নতজানু হয়ে বাঁচে।