Song: Rajprasader Bondi
Singer: Anupam Roy
Rajprasader Bondi Lyrics in Bengali
রাজপ্রাসাদের বন্দীগুলো আয় না
আমি গরাদ ভাঙার শব্দ শুনেছি,
হাল্কা মেঘে ভাসছে চাঁদের আলো
এই আলোয় বসেই বছর গুনেছি।
ওই অশ্বারোহীর মুখটা দেখা যায় না
শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে যাই,
তোরা আবার কেন ভাবতে বসলি ভাই রে
আমি আজকে রাতেই পালিয়ে যেতে চাই।
বাড়তে থাকে রক্তচাপের একশ চারের জ্বর
বাড়তে থাকে বন্ধী দেহের একশ কন্ঠস্বর,
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়.. ?
এই রাজপ্রাসাদের রাজার ঘরে গিয়ে
জানতে চাইবি রাজার পরিচয়,
শুনছি রাজা আমার মতো বলেই
সারা জীবন পাচ্ছে এত ভয়।
ভালবাসা বন্দী রাখা যায় না
শুধু নিয়ম করে চোখ রাঙানোই সার,
ধর্ম বিজ্ঞান অনেক হল, অন্য কথা বল
আমার প্রেমে আমার অধিকার!
বাড়তে থাকে রক্তচাপের একশ চারের জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের একশ কন্ঠস্বর,
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয় ..?