Song: Premero Aynate Mukh Dekhe
Singer: kumar Sanu, Kavita Krishnamurthy
Premero Aynate Mukh Dekhe Lyrics in Bengali
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
কত দিন চলে যায়
কত রাত ভোর হয়
তুমি তো আমারও মিতুয়া।
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়।
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে।।
তুমি ছাড়া কেউ আর
এ মনেতে নেই যে,
কাছে যদি থাকি আর
দূরে চলে যাই যে।
কেউ কাছে আসে
আর কেউ চলে যায়,
তুমি ফেলে চলে
যেওনা আমায়।
মন নিয়ে খেলা করে
স্বর্গকে ভেঙে দিয়ে
চলে যেওনা ও মিতুয়া।
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়।
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
ও প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে।।
শরমের আড়ালে
কেন যে দাঁড়ালে,
অসীমের অজানায়
মনকে যে ওড়ালে।
নয়নেতে বরষা
মরমে যে তরসা,
মন আমার পড়ে যায়
ভালবেসে বেদনায়।
সুখের রং দিয়ে
বুকে নাম লিখে দিয়ে,
চলে যেওনা ও মিতুয়া।
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়।
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
প্রেমেরও আয়নাতে মুখ দেখে
মরে যাই মনে আমি মন রেখে,
কত দিন চলে যায়
কত রাত ভোর হয়,
তুমি তো আমার ওগো মিতুয়া,
তুমি বিনা হায়
দিন আমার থেমে যায়
দিন আমার থেমে যায়
তুমি বিনা হায়।।