Prem Esechilo lyrics(প্রেম এসেছিল) Srikanto Acharya

Prem Esechilo lyrics: Srikanto Acharya

প্রেম এসেছিল
নিশব্দ চরণে,

প্রেম এসেছিল
তাই স্বপ্ন মনে হল তারে
দিইনি তারে আসন,

প্রেম এসেছিল
বিদায় নিল যবে,

শব্দ পেয়ে
গেনু ধেয়ে
বিদায় নিল যবে,

শব্দ পেয়ে
গেনু ধেয়ে
সে তখন স্বপ্ন
কায়াবিহীন

নিশিথ তিমিরে বিলীন
দূর পথে দীপ শিখা
রক্তিম মরীচিকা
প্রেম এসেছিল

Share with your friends

Leave a Comment