Song: Prem Boro Modhur
Singer: Kishore Kumar
Prem Boro Modhur Lyrics in Bengali
প্রেম যেন এক অতিথির মত,
কখনো জীবনে আসে,
ফুল-ডোরে বাঁধে,
কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর (x2)
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
প্রেম যেন নদী, ভাঙে আর গড়ে
জীবনের দুটি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ফিরে ফিরে
মিলনের গান গায়, বিরহের কান্নায়
হৃদয়ে বাজায় নূপুর ..
ভাঙা-গড়া ছন্দে, কখনো আনন্দে
কখনো যে সুর বিধূর ..
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর।
প্রেম যেন নারী, আলো আর ছায়া
জীবনের নীলা-আকাশ ঘিরে
কখনো সে মায়া, কখনো আলেয়া
মায়াবিনী দুটি আঁখি তীরে
ছায়াছবি এঁকে যায়,
সুখে দুখে ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর ..
প্রেম প্রীতি দ্বন্দে, বকুলের গন্ধে
ভরে সে সকাল-দুপুর ..
প্রেম বড়ো মধুর,
কভু কাছে, কভু সুদূর।
কখনো জীবনে ফুল ফোটায়ে
কখনো জীবনে ফুল ফোটায়ে
কাঁদিয়ে যায় সে দূর।
প্রেম বড় মধুর,
কভু কাছে, কভু সুদূর ..