Song: Phire Cholo
Singer: Rupam Islam
Phire Cholo Lyrics in Bengali
আমি ভিজেছি শহরের সন্ধ্যায়
সাইকেডেলিক আলোয়
ঘুম ভেঙেছে এলার্মের শব্দে
আমি ফিরতে চেয়েছি ভালোয়
আমি ফিরেছি ফের তোমার কথায়
আর তোমার মায়াবী স্পর্শে
আশ্রয় নিতে বারবার বিগত
শত শহস্র আলোকবর্ষে
তুমি বলেছিলে ভালোবাসা
সব চেয়ে বড় হতে পারে
কারো নিঃস্তরঙ্গ জীবন স্রোতে
কালবৈশাখী হতে পারে
ঘরভাঙা ভালোবাসা পারে
ফের অন্য ঘর গড়ে দিতে
বিশ্বাসের নিঃশ্বাসে ভালোবাসা
পারে ক্রোধ তুচ্ছ করে দিতে
ফিরে চলো, সব ছিঁড়ে চলো
যেখানে মন যেতে চায়
আমি আছি তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ফিরে চলো, সব ছিঁড়ে চলো
আমাদের অপূর্ণ ইচ্ছায়
আমি আছি তোমার অপেক্ষায়
জীবনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ও হো-ও-ও…
অসময় যখন আমাকে
ঘিরে আঁকে অভিশাপের বলয়
ও মহাপ্রলয়ে উড়িয়ে দেব
যত বিস্ফোরনের শুকনো ছাই
আমি ব্রহ্মাণ্ডের প্রতিটি ধুলোয়
লিখে দেবো শুধু তোমাকে চাই
তুমি হয়তো এখনো জানোনা
কারো সাধ্য নেই আমায় আটকায়
আমি ভালোবাসবো আবার তোমায়
যত বেশী ভালোবাসা যায়
ফিরে চলো সব ছিঁড়ে চলো
যেখানে মন যেতে চায়
আমি আছি তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ফিরে চলো সব ছিঁড়ে চলো
আমাদের অপূর্ণ ইচ্ছায়
আমি আছি তোমার অপেক্ষায়
জীবনে যখন শেষ ট্রেন দাঁড়ায় (x3)