Song: Pherari Mon
Singer: Babul Supriyo & Shreya Ghoshal
Pherari Mon Lyrics in Bengali:
আলো আলো রং
জমকালো চাঁদ, ধুয়ে যায়
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, ছুঁয়ে যায়
ধীরে ধীরে ঘুম
ঘিরে ঘিরে গান, রেখে যায়
কিছু মিছু রাত
পিছু পিছু টান, ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, রেখে যায়
ধীরে ধীরে ঘুম
ঘিরে ঘিরে গান, ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
ছোট ছোট দিন
আলাপে রঙিন, নুড়িরই মতন
ছোট ছোট রাত
চেনা মৌতাত, পলাশের বন…আহা
অগোছালো ঘর, খড়কুটোময়
চিলেকোঠা কোণ
আহা হা আহা হা
ছোট ছোট দিন
আলাপে রঙিন, নুড়িরই মতন
ছোট ছোট রাত
চেনা মৌতাত, পলাশের বন…আহা
অগোছালো ঘর, খড়কুটোময়
চিলেকোঠা কোণ
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
হুমম… হুমম… হুমম… হুমম…
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
কিছু মিছু রাত
পিছু পিছু টান অবিকল
আলো আলো রং
জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল
জোছনার জল
ঝুরো ঝুরো কাঁচ, আগুন ছোঁয়াচ
ঢেকেছে আঁচল…আহা
ফুটপাতে ভিড়, জাহাজের ডাক
ফিরে চলে যায়
আহা হা আহা হা
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন
আলো আলো রং
জমকালো চাঁদ, ধুয়ে যায়
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, ছুঁয়ে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
বেজে গেছে কখন সে টেলিফোন…