Song: Opare Thakbo Ami
Singer: Kishore Kumar
Opare Thakbo Ami Lyrics in Bengali
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে (x2)
পরবে যখন মালা আর চন্দন
ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন
মিলন রাতের প্রদীপ হয়ে আমি
জ্বলবো বাসরে।
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে
মন্ত্রে যখন এক হবে দুটি মন
এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন
ভালো লাগার আবেশ হয়ে আমি
থাকবো অন্তরে।
ফুটবে যখন চৈত্র দিনের ফুল
আর সোহাগের নদী ভেঙ্গে যাবে তার কুল
তখন আমি গানের পাখি হবো
দূর আকাশ পারে।
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে
দেখবো তোমারে…