Song: Ohongkar
Singer: Arman Alif
Ohongkar Lyrics in Bengali
আরও সুন্দর হও তুমি,
পরী যেমন হয়,
উড়তে তোমায় ঐ বিধাতা
পাখা যেন দেয়। (x2)
মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়া-উড়ি
থেকে আমি আমার। (x2)
রোদে আমার পুড়ুক দেহ
চাইনা তোমার ছায়া,
তোমার মতোই পাথর হবো,
ভুলবো মায়া দয়া। (x2)
মানুষ তুমি নও দেবী,
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না,
মাটিতে তোমার।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়াউড়ি
থেকে আমি আমার। (x2)
রাত পোহালেই ঘুম ফুরাবে
স্বপ্ন যাবে উড়ে,
কাছে আসতে চাইলে তুমি
আমি যাবো দূরে। (x2)
মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়া’উড়ি
থেকে আমি আমার। (x2)
আরও সুন্দর হও তুমি,
পরী যেমন হয়,
উড়তে তোমায় ঐ বিধাতা
পাখা যেন দেয়। (x2)
মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়াউড়ি
থেকে আমি আমার। (x3)