Song: Ogo Nirupama Korio Khoma
Singer: Kishore Kumar
Ogo Nirupama Korio Khoma Lyrics in Bengali
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না..
পারিলাম না তো কিছুতেই,
ওগো নিরুপমা।
হয়তো তোমার অনেক কিছুই আছে,
তবু নেই দাম তার কোনই আমার কাছে (x2)
আমার এ পথ তোমার পথের সাথে
মিলবেনা যেন কিছুতেই,
মিলবেনা যেন কিছুতেই,
ওগো নিরুপমা।
লতার মতই জড়িয়ে রয়েছো গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে (x2)
এমন মধুর ভঙ্গিমা আমি কোনদিন..
ভুলবোনা যেন কিছুতেই,
ভুলবোনা যেন কিছুতেই,
ওগো নিরুপমা, করিও ক্ষমা
তোমাকে আমার ঘরনী করিতে
আমার মনের দোসর করিতে
পারিলাম না..
পারিলাম না তো কিছুতেই,
ওগো নিরুপমা।