Song: O Kolkata
Singer: Shreya Ghoshal
Lyrics : Srijato
O Kolkata Lyrics in Bengali:
ঘনঘন চাঁদ এসে পড়ে মুখে,
নেই ঘুম ।
পথে পড়ে থাকা চেনা শব্দের,
মরসুম ।
একা জানলায় খুলে রাখা মন,
জানে সংলাপ পেরোবে কখন ।
চোখে হারিয়েছি গল্পের খাতা…
ও কলকাতা, আমার কলকাতা
ও কলকাতা, আমার কলকাতা
ভিড়ে হেঁটে যায় কাগজের মুখ,
একা কেউ ।
বালি, নীরবতা, গুঞ্জন এসে
ভাঙে ঢেউ ।
গলির আজ পথে একই চলাচল,
মুঠোতে লুকানো রুমালের জল ।
প্রিয় বর্ষায় হারায় ছাতা…
ও কলকাতা, আমার কলকাতা
ও কলকাতা, আমার কলকাতা
ছোটো ছোটো ভুল, অনেক দূর
সাজা পায় ।
ঠিক করে নিতে, এক শতাব্দী
ঘুরে যায় ।
চেনা নিঃশ্বাসে ক্লান্তির ঘ্রাণ,
ভবঘুরে ঠোঁটে নোংড় এর গান ।
কে যে ছেড়ে গেল জাহাজ ঘাটা
ও কলকাতা, আমার কলকাতা
ও কলকাতা, আমার কলকাতা