Noy Thakle Aro Kichukhon Lyrics: Subir Sen
জোছনা ভেজা এই রাত…
নয় থাকলে আরো কিছুক্ষণ
নয় রাখলে হাতে দুটি
হাত…
নয় ডাকলে আরো কিছু কাছে
দেখ জোছনা ভেজা এই রাত.
তোমাকেই দুচোখ ভরে দেখি
কাজল মুছে গেছে একি
এখনই বলনা চলে যাই
শুধু একটু ভাবতে দাও
তুমি যে আপন
নয় থাকলে আরো কিছুক্ষণ
নয় রাখলে হাতে দুটি
হাত…
নয় ডাকলে আরো কিছু কাছে
দেখ জোছনা ভেজা এই রাত.
প্রদীপ পাহারা দেয় যেন
দ্বারের হীরা মন
যেন পালিয়ে না যায়
মনের প্রাসাদ ছেড়ে মন
মনে হয় তোমাকে নিয়ে
থাকি সেই প্রাসাদে গিয়ে
তুমি যে আমারাই
রাজকন্যা
সেটুকু ভেবে হোক বাসর
যাপন
নয় থাকলে আরো কিছুক্ষণ
নয় রাখলে হাতে দুটি
হাত…
নয় ডাকলে আরো কিছু কাছে
দেখ জোছনা ভেজা এই রাত।
This song is originally sung by Subir sen, not Acharya.Please check the error.