Song: Nitol Paaye
Singer: Imran Mahmudul
Nitol Paaye Lyrics in Bengali
মন ভাবে তারে, এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে, তার স্পর্শে।
মন ভাবে তারে, এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে, তার স্পর্শে,
তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে,
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে,
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে।।
চাঁদের অধর যেন
তোমার হাসির মাঝে,
সোনালী আবেশ কবে, সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে, বেঁধেছিলে বাঁধন
ভালোবাসা তবে কেন,
মনের অগোচরে..
তুমি কি আমায় বন্ধু
আজ কেন বোঝোনি,
তুমি কি আমায় বন্ধু
কেন ভালোবাসোনি।
তার রুমঝুম নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে,
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে,
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে।।