Song: Nilanjana
Singer: Nachiketa Chakraborty
Nilanjana Lyrics in Bengali
হয়তো কারোর বুকে মাথা রেখে
হয়তো কারোর বুকে মাথা রেখে
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে
নিরাপত্তা উষ্ননতা দিয়ে ঢাকবে যন্ত্রনা
নীলান্জনা, নীলান্জনা,
নীলান্জনা, নীলান্জনা.. (x2)
স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি
সুখের অসুখ আজ মহামারী (x2)
চেনা চেনা গান চেনা অভিমা
চেনা বিছানায় চুরি সম্মান
পুরোনো স্বপ্ন শত পাখি হয়ে
সুদূরে দিয়েছে পাড়ি
লাগে মাসকারা দুচোখ আঁকতে
ক্লান্তির কালো রংকে ঢাকতে (x2)
রাতের চাদরে মুখ ঢেকে খোজো
কিসের শান্তনা
নীলান্জনা, নীলান্জনা,
নীলান্জনা, নীলান্জনা..
হয়তো কারোর বুকে মাথা রেখে
দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে
নিরাপত্তা উষ্ননতা দিয়ে ঢাকবে যন্ত্রনা
নীলান্জনা, নীলান্জনা,
নীলান্জনা, নীলান্জনা..