Nadir Chabi Aanki Lyrics (নদীর ছবি আঁকি) | Srikanto Acharya

Nadir Chabi Aanki Lyrics: Srikanto Acharya

তোর সাথে যে নদীর অনেক মিল
নদীর নামে তোকেই যে তাই ডাকি
রোদ পড়লেই নদী টা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
তোর সাথে যে নদীর অনেক মিল
(বাঁশি)

চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা
মেঘ দেখলেই মুখ টা ব্যাজার বন্ধ লেখাপড়া
চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা
মেঘ দেখলেই মুখ টা ব্যাজার বন্ধ লেখাপড়া
ঢেউ এর মতন আসছি বলে কখন যে দিস ফাঁকি

রোদ পড়লেই নদী টা ঝিলমিল

তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
(আআআ. আআআ)
বোঝেনা তোর মনের খেয়ালখুশি
আকাশ ঝুঁকে বলছে তবু
তোকেই ভালোবাসি
বোঝেনা তোর মনের খেয়ালখুশি
আকাশ ঝুঁকে বলছে তবু
তোকেই ভালোবাসি
হারিয়ে যাক তোর চোখেতেই আমার গানের পাখি
রোদ পড়লেই নদী টা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
ছবি আঁকি

Share with your friends

Leave a Comment