Song: Murshid
Singer: Abhijit Barman
Murshid Lyrics in Bengali:
এই আলো ঢাকা চোখে
আমি খুঁজে চলি তোকে
ঠিক পেরে যাবো খুদার কসম।
এই মাথা নিচু হাঁটা
গায়ে বিঁধে আছে কাঁটা
ঠিক পেরে যাব খুদার কসম।
তুমি পথ বলে দাও নবী
দিশেহারা মন নদী
কোন ঘাটে পাবো যে মোকাম।
মুর্শিদ একবার দাও বলে
খুঁজে খুঁজে ফিরি ঠিকানা,
মুর্শিদ একবার দাও বলে
কোন ঘরে পাবো ঠিকানা।
আমি আগুনের হাত ধরে পুড়েছি দোজকে
এই বুকেতে পাথর রাখা জানিনা বোঝে কে।
তুমি পথ বলে দাও নবী
দিশেহারা মন নদী
কোন ঘাটে পাবো যে মোকাম।
মুর্শিদ একবার দাও বলে
খুঁজে খুঁজে ফিরি ঠিকানা,
মুর্শিদ একবার দাও বলে
কোথায় ঘরের ঠিকানা,
মুর্শিদ একবার দাও বলে
কোথায় পাব ঠিকানা,
মুর্শিদ একবার দাও বলে
খুঁজে খুঁজে ফিরি ঠিকানা।