Song: Mone Thake Moner Manush
Singer :Hridoy Khan
Music : Hridoy Khan
Mone Thake Moner Manush Lyrics in Bengali
মনে থাকে মনের মানুষ
মস্ত বড়ো দুনিয়ায়,
মনে থাকে মনের মানুষ
মস্ত বড়ো দুনিয়ায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়।
ভালোবাসা কত কঠিন
যে বাসে সেই বোঝে,
বোবায় দেখে চাইয়া চাইয়া
কানায় শুধু খোঁজে,
সত্য কঠিন বন্ধু তবু
মানুষ বড়ো অসহায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়।
চন্দনের সুবাস আছে
বটের আছে ছায়া,
প্রেমের কোষ্ঠী পাথর ঘইষা
খুইজা বেড়ায় মায়া।
সত্য কঠিন বন্ধু তবু
মানুষ বড়ো অসহায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়।