Song: Mone Rekho
Singer: Hridoy Khan and Mila
Mone Rekho Lyrics in Bengali
তুমি ছাড়া, আর কোনোদিনও
আমি একা, হতে চাই না।
মনে রেখো, কোনোদিনও
আমি ছেড়ে যাবো না,
মনে রেখো, তুমি ছাড়া
আমি বেঁচে রবো না।
বেহায়া প্রেম কোনো কথাই
মানতে চায় না,
আদরে প্রেম কোনো কথাই
শুনতে চায় না।
বেহায়া প্রেম কোনো কথাই
মানতে চায় না,
আদরে প্রেম কোনো কথাই
বুঝতে চায় না।
বুঝিনি আমি, কোনোদিনও
ভালোবাসা কারে কয়,
শেখালে তুমি ভালোবেসে
ভালোবাসা এমনই হয়।
মনে রেখো, কোনোদিনও
আমি ছেড়ে যাব না,
মনে রেখো, তুমি ছাড়া
আমি বেঁচে রবো না।
বেহায়া প্রেম কোনো কথাই
মানতে চায় না,
আদরে প্রেম কোনো কথাই
শুনতে চায় না।
বেহায়া প্রেম কোনো কথাই
মানতে চায় না,
আদরে প্রেম কোনো কথাই
বুঝতে চায় না।