Song: Mone Mone Mile Geche
Singer: Imran Mahmudul
Mone Mone Mile Geche Lyrics in Bengali
মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন..
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
তোমাকে পেয়ে যেন সব কিছু ভুলেছি,
স্বপ্নের পাড়াতে দুজন বাসা বেধেছি।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন।
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।
দুজন একই সাথে চলেছি যে পথে,
সরবো না সেই পথ থেকে কোনো মতে।
পাশা পাশি দুজন রবো সারাটি জীবন
আর কিছু নেই প্রয়োজন।
ও মনে মনে মিলে গেছে
প্রেম তাই হয়ে গেছে।
খুব ভালো আছি দুজনে
এভাবেই দিন চলেছে।