Song: Mon Chute Jay
Singer: Imran Mahmudul & Konal
Mon Chute Jay Lyrics in Bengali
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি।
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি।
অবুজ চাওয়াতে, উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী।
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি।
তুই মিশে আমার সব গল্প-কথায়
বলি কেমন করে আজ অল্প-কথায়।
অবুজ চাওয়াতে, উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী।
ও.. মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি।
দিন-রাত্রি কাটে তোর জল্পনাতে
আর নেই তো কিছু এই কল্পনাতে।
অবুজ চাওয়াতে, উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী।
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি।