MON BOLECHE Lyrics in Bengali |মন বলেছে লিরিক্স

Song: MON BOLECHE
Singer: Imran Mahmudul & Dilshad Nahar Kona

MON BOLECHE Lyrics in Bengali

মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো (x2)
সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে, অন্তরালে
স্বপ্ন রেখে যায়..
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে
ঐ সুখী তারায়..

মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো

রূপকথারা চুপকথারা
প্রেম সাজালে মেঘের মিছিলে
এক মুঠো তারা ভালোবাসারা
মিলে মিশে ভাবে আদর স্বভাবে
সোহাগের হাওয়ায়, মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে, অন্তরালে
স্বপ্ন রেখে যায়..
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে, ইচ্ছে আঁকে
ঐ সুখী তারায়..
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো

রাত পাখিরা, ঘুমপরীরা
ভোরের বাতাসে, ফিরে ফিরে আসে
তোর শরীরে, মন গভীরে
ভেজে কুয়াশাতে আলতো ছোঁয়াতে
সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায়
এই মন বেখেয়ালে, অন্তরালে
স্বপ্ন রেখে যায়
জোনাকির গানে, আদরের টানে
এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে অনেকে
ঐ সুখী তাঁরায়
মন বলেছে তোর সাথে যাবো
তোকে নিয়ে চল আজকে হারাবো

Share with your friends

Leave a Comment