Song: Mon Bebagi
Singer: Imran Mahmudul and Anwesha Dutta Gupta
Mon Bebagi Lyrics in Bengali
ফেরারি এ মন, তোকে ভেবে সারাক্ষন
সাজিয়েছি আমি আদুরে আলাপন (x2)
মায়াবী তোর ওই চোখে,
মেঘ করে আমায় বরণ
মনের কোন আপন মনে,
লিখেছি তোর নামি সারাক্ষন
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম।
তোকে ভেবে ছবি এঁকেছি,
তোর সুরে-তে গান বেঁধেছি
মনে মনে কি কারণে আজ সোহাগী হয়েছি (x2)
না পাওয়া যত সবই
পেলাম তোকে ভেবে
তোর আঁচলে চোখের কাজলে
করেছে আজ আমায় হরণ
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম।
তোর ছোঁয়ায় পেলো আসকারা
মন হলো বাঁধন ছাড়া
বরে বরে তোকে ঘিরে
স্বপ্নেরা পাগল পারা (x2)
মায়াবী তোর ওই চোখে,
মেঘ করে আমায় বরণ
মনের কোন আপন মনে,
লিখেছি তোর নামি সারাক্ষন
ও.. মন বেবাগী, চুপি চুপি,
আজ শুধু তোর হলাম ..