Meyeta Lyrics: Srikanto Acharya
মেয়েটা ছিল সদ্য ফোটা,
মেয়েটা আধো কুড়ি,
মেয়েটা আবার গোধূলি
বেলার স্নিগ্ধ বালুচরি;
মেয়েটা ছিল শ্যামলা
ঘেষা, মেয়েটা আজো সবুজ,
মেয়েটা আবার বুক ভাষালো
প্রেমের মতই অবুজ;
মেয়েটা ছিল . . . . .
মেয়েটা ছিল চোখের
পাতায়, মেয়েটা ধ্রুব
তারা,
মেয়েটা কোখনো মাটির
কানে প্রেমিক দোতারা;
মেয়েটা ছিল আন্দোলনে,
মেয়েটা ভীশন একা,
মেয়েটার নাম বাহান্নতে
বুলেট দিয়ে লেখা;
মেয়েটা আজো ইচ্ছে মেঘে
বৃষ্টি দিনের আশা
মেয়েটা আমার আদর ঢালা
স্বাদের বাংলা ভাষা
মেয়েটা আমার স্বাদের
বাংলা ভাষা
মেয়েটা আমার স্বাদের
বাংলা ভাষা …