Song: Maa
Singer: Arijit Singh
Composer : Anindya Chattopadhyay
Musical Arrangements : Sovon Mukherjee
Maa Lyrics in Bengali
তুমি নরম ফুলের গান,
তুমি গরম ভাতের ভাপ,
তুমি অভিমানের চুপ,
তুমি কান্না জমা মোম।
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।
নেই কোনো মাটির ঘরের কোন
গোধূলির শাঁকের আওয়াজ,
কাজল’লতার আলো টিপ
চাদর বিছিয়ে দেওয়া ভোর।
আমি ভালোবাসায় তোমায় মুড়ে, রাখি মা।
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।