Lucky Lyrics in Bengali |লাকি লিরিক্স

Song: Lucky
Singer: Anupam Roy

Lucky Lyrics in Bengali

আমরা দিশাহারা
কপালে কী লেখা জানি না,
তোমার পাশের সিটে
আমার গানের বিটে
তখনও চোখের ভাষা বুঝি না।

তুমি ছুঁয়ে দিলে যেন ফরাসি কবিতার
মানে না বুঝেও আমি এঁকেছি ছবি তার,
আবেগে আকুল হয়ে দেখো বসে আছি
ক্রমশ আলাপ বাড়ে যেন ফিবোনাচি।
লাকি,
তোমায় পেয়ে আমি লাকি,
একসাথে ভালো থাকি
আর আমি তোমার মনে পাকাপাকি।
লাকি,
তোমার ঘর ভরা জোনাকি,
কত কথা বলা বাকি
আর একবার ভালোবাসি বলে রাখি।।

এখন নতুন চ্যাপ্টার
মাঝে মাঝে ডাক্তার
এসে বলে চিন্তার কোনো কারণ নেই,
রাখছি মনে ভরসা
যেন শুকনো পাতায় বর্ষা,
দুজনাতে আছি দুজনেই।

বিজ্ঞান সম্মত ভালোবাসা পেলে
তুমি তো জেনেছ ওগো
আমিও ভালো ছেলে,
আবেগে আকুল হয়ে দেখো বসে আছি
ক্রমশ আলাপ বাড়ে যেন ফিবোনাচি।।
লাকি,
তোমায় পেয়ে আমি লাকি,
একসাথে ভালো থাকি
আর আমি তোমার মনে পাকাপাকি।
লাকি,
তোমার ঘর ভরা জোনাকি,
কত কথা বলা বাকি
আর একবার ভালোবাসি বলে রাখি।।

আমাদের খালি এ ঘর
চাঁদের আলোয় ভরে যাবে
আমরা কি পারব দুজনে ?
আমি ওয়ার্ক ফ্রম হোম করব
দরকার হলে ছুটি নেব,
তুমি অফিস জয়েন করে গেলে।
লাকি,
তোমায় পেয়ে আমি লাকি,
একসাথে ভালো থাকি
আর আমি তোমার মনে পাকাপাকি।
লাকি,
তোমার ঘর ভরা জোনাকি,
কত কথা বলা বাকি
আর একবার ভালোবাসি বলে রাখি।।

Share with your friends

Leave a Comment