Song:Koto Valobashi Tore
Singer: Imran Mahmudul & Shorolipi
Koto Valobashi Tore Lyrics in Bengali
কতো ভালোবাসি তোরে
কি করে বোঝাই,
তুই ছাড়া সাধের জনম
জগৎটা বৃথাই।
নাই রে কেহ নাই,
তুই ছাড়া আপন তো কেউ নাই।
রেখেছি তোরে এই বুকেরি অতলে
দিয়েছি অন্তরে ঠাঁই,
থাকবে পৃথিবীতে যতক্ষণ নিশ্বাস
পলকে পলকে তোকে চাই।
নাই রে কেহ নাই,
তুই ছাড়া আপন তো কেউ নাই।
তোর জন্য এই পৃথিবীতে এসেছি
এ কোথাই শুধু মনে হয়,
থাকলে পাশে তুই কখনো এই মরণে
পাইনা তো আমি কোনো ভয়।
নাই রে কেহ নাই,
তুই ছাড়া আপন তো কেউ নাই..