Song: Kichu Kotha
Singer: Imran Mahmudul & Bristy
Kichu Kotha Lyrics in Bengali
কিছু কথা লিখে দিলাম হাওয়াতে, পড়ে নিও,
আমি তোমাকেই ভালোবাসি কতটা, জেনে নিও।
এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি,
অনুভবে বারবার জেনে নিও, বুঝে নিও।
কিছু কথা লিখে দিলাম হাওয়াতে, পড়ে নিও,
আমি তোমাকেই ভালোবাসি কতটা, জেনে নিও।
তোমারি পথে সারাক্ষণ, থাকি আমি দাড়িয়ে,
আরো কাছে এসে তুমি, দাও না দু’হাত বাড়িয়ে।
তুমি ছাড়া কেউ নেই আমার,
হ্রদয়ে কান পেতে শুনে যেও…
তোমাকেই খুঁজি শুধু আমি চারিপাশে,
দু’চোখে তোমারি প্রেমেরি ছায়া ভাসে।
এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি,
অনুভবে বারবার জেনে নিও, বুঝে নিও।
কিছু কথা লিখে দিলাম হাওয়াতে, পোড়ে নিও,
আমি তোমাকেই ভালোবাসি কতটা, জেনে নিও।
ও.. বুকেরি মাঝে নিরবে, আছো তুমি ছড়িয়ে,
ইচ্ছে করে ভাবনাতে, রাখি তোমায় জড়িয়ে।
তুমি ছাড়া কেউ নেই আমার,
হ্রদয়ে কান পেতে শুনে যেও।
তোমাকেই খুঁজি শুধু আমি চারিপাশে,
দু’চোখে তোমারি প্রেমেরি ছায়া ভাসে।
এই মন জুড়ে তুমি, তোমাতে মিশে আমি,
অনুভবে বারবার জেনে নিও, বুঝে নিও।