Song: Hari Na
Singer: Rupam Islam
Hari Na Lyrics in Bengali
স্বপ্নের বিছানাতে
আমার লক্ষ্য যাচ্ছে ঘেঁটে,
দেয়ালে ছায়ামূর্তি,
রোগা, মোটা, লম্বা, বেঁটে।
চিনতে পারিনা, চিনতে পারিনা
চিনতে পারিনা, চিনতে পারিনা।
শত পণ্যের মাঝে
বিপন্নতা যাচ্ছে সয়ে,
নিরাপত্তা বিকোচ্ছে আপসের বিনিময়ে,
কিনতে পারিনা, কিনতে পারিনা
কিনতে পারিনা, কিনতে পারিনা।
কুঁকড়ে থাকি, মুষড়ে থাকি
ইচ্ছে তবু শীর্ষে রাখি,
প্রলোভনে ডাকাডাকি
উদাস আমি যুদ্ধ আঁকি।
হারিনা, যুদ্ধে হারিনা
আমি হারিনা, যুদ্ধে হারিনা,
চলছে চলবে, আমার অভিযান
মস্তিষ্কে ঘুরছে পথ, গানের ভ্রূণ।
হৃদয়ে অবিরত রক্তস্নান আর
সুপ্ত বোমার সোলতেতে আগুন,
ও.. উড়ে যাক হতাশা, স্বাধীনতায়
সুরে বেজে ওঠে সব কথা, হোক গান গান।
নিভে যেতেও পারে আস্ত সূর্যটা
জ্বলে থাকবে আত্মসন্মান।
আমরা হারি না, যুদ্ধে হারি না
আমরা হারিনা, হারতে পারিনা।