Ke Koto Dure Lyrics in Bengali |কে কত দূরে লিরিক্স

Song: Ke Koto Dure
Singer: Imran Mahmudul & Anishaa

https://youtu.be/IM6AyG-qZoo

Ke Koto Dure Lyrics in Bengali

কিছু কথা থাকে হৃদয়ের বাঁকে
ধুলো জমা কাঁচে সুখ ছবি আঁকে।

কিছু ক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু মনে পড়ে..

আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে।

এতো কাছাকাছি একই শহরে
কেউ নেই কারো একটু নজরে।
কতটুকু ভয় হয় গেলে পরে
এতো দীর্ঘ পথ বেঁকে যেতে পারে।

কিছু ক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু মনে পড়ে..
আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে।

কবে কোন ফাঁকে বর্ষা নেমেছে
এই ধুলো জমা হৃদয় শহরে।
ফেলে আসা দিন আবার ডেকেছে
তাকে ভেবে ভেবে আকাশ কেঁদেছে।

কিছু ক্ষণ থাকে ক্ষনিকের তরে
সব ভুলে তাকে শুধু মনে পড়ে..
আজ দেখি শুধু পিছু ফিরে
গিয়েছি চলে কে কত দূরে।

Share with your friends

Leave a Comment