Song: Jonak Pakhi
Singer: Shahed Nazir Hades
Lyrics : RudroNeel Ahmed
Jonak Pakhi Lyrics in Bengali
এই স্বপ্ন ঘরের দেয়াল জুড়ে
আকাশ দেখার চোখ,
তোমার স্বপ্ন ভাঙার গানটা নাহয়
আজকে আমার হোক।
বলো জোনাক পাখি, জোনাক পাখি
মৃত্যু কত দূরে ?
আমি তোমার জন্য গাইছি এ গান
মন ভাঙনের সুরে।।
তুমিও কি স্বপ্ন দেখে
চমকে ওঠো কেঁদে ?
আমার মতন মরছো কি আর
গলা সেধে সেধে।
আমার মনের নিশানা ভালো না
স্বপ্ন ছুঁতে পারে না,
বলো জোনাক পাখি, জোনাক পাখি
মৃত্যু কত দূরে ?
আমি তোমার জন্য গাইছি এ গান
অবেলার সুরে …
বলো জোনাক পাখি, জোনাক পাখি
মৃত্যু কত দূরে ?
আমি তোমার জন্য গাইছি এ গান
অবেলার সুরে।।