Song: Jhorna Jhor Jhoriye
Singer: Srikanto Acharya
Jhorna Jhor Jhoriye Lyrics in Bengali
ধা নি সাগা মা ধা
নিধা নিধা নিসা নিধা-পামাগা
মাগা মাগা মাগাসানি
আ হা হা..
ঝর্ণা ঝর ঝরিয়ে জল ছড়িয়ে
কেন নেচে নেচে যায়?
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেসে হেসে যায়?
বুঝিনা আমি বুঝি যা
অন্যে কেন বোঝেনা,
এই চোখ আহা খোঁজে যা
আর কেও তা খোঁজেনা,
কেন খোঁজে না?
ঝর্ণা ঝর ঝরিয়ে জল ছড়িয়ে
কেন নেচে নেচে যায়,
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেসে হেসে যায়।।
পাহাড়… তুমি সুন্দর কতো সুন্দর
জানে এই মন,
তোমার.. এতো সুন্দর হয়ে থাকবার
কিবা প্রয়োজন?
যদি না তোমায় দেখেও কারও
সবই ভাল লাগে ভালোবাসা জাগে
কারও মন কিছু চায় ..
বুঝিনা আমি বুঝি যা
অন্যে কেন বোঝেনা,
এই চোখ আহা খোঁজে যা
আর কেও তা খোঁজেনা,
কেন খোঁজে না?
ঝর্ণা ঝর ঝরিয়ে জল ছড়িয়ে
কেন নেচে নেচে যায়,
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেসে হেসে যায়।।
জীবন… কতো ঘটনার কতো রটনার
তাকে বোঝা দায়,
হঠাৎ.. যাকে খোঁজে চোখ, যেন সেই চোখ
চোখে পড়ে যায়।
কখনও যে প্রান সেখেনি গান
এই দেখা পেয়ে সেও ওঠে গেয়ে
কথা বলে সুখ পায় ..
বুঝিনা আমি বুঝি যা
অন্যে কেন বোঝেনা,
এই চোখ আহা খোঁজে যা
আর কেও তা খোঁজেনা,
কেন খোঁজে না?
ঝর্ণা ঝর ঝরিয়ে জল ছড়িয়ে
কেন নেচে নেচে যায়,
রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে
কেন হেসে হেসে যায়।।