Jeo Na Dakhindware lyrics(যেওনা দক্ষিণ দ্বারে) Srikanto Acharya

Jeo Na Dakhindware lyrics: Srikanto Acharya

যেওনা দক্ষিণ দ্বারে
বাতাস তোমায় উড়িয়ে নিবে
যেওনা দক্ষিণ দ্বারে
বাতাস তোমায় উড়িয়ে নিবে
চেওনা আকাশ পানে
চেওনা আকাশ পানে
সূর্য্য তোমায় পুড়িয়ে
দিবে
যেওনা দক্ষিণ দ্বারে
বাতাস তোমায় উড়িয়ে নিবে
যেওনা …

দেখোনা আজ চাঁদের মুখ
দেখোনা আজ চাঁদের মুখ
কলংক যে পিছু নিবে
কলংক যে পিছু নিবে
রেখোনা হাত ঘুমের ঘোরে
স্বপ্ন কখন উদাস হবে…
যেওনা দক্ষিণ দ্বারে
বাতাস তোমায় উড়িয়ে নিবে

ভিজোনা আজ শ্রাবণ ধারায়
ভিজোনা আজ শ্রাবণ ধারায়
বৃষ্টি তোমার চোখ
ভেজাবে
বৃষ্টি তোমার চোখ
ভেজাবে
ডেকোনা আজ এমন করে
এ চোখ আবার পথ হারাবে…

যেওনা দক্ষিণ দ্বারে
বাতাস তোমায় উড়িয়ে নিবে
চেওনা আকাশ পানে
চেওনা আকাশ পানে
সূর্য্য তোমায় পুড়িয়ে
দিবে
যেওনা দক্ষিণ দ্বারে
বাতাস তোমায় উড়িয়ে
নিবে…।

যেওনা দক্ষিণ দ্বারে
বাতাস তোমায় উড়িয়ে
নিবে ।

Share with your friends

Leave a Comment