Song: Hariye Jao Jodi Bhire
Singer: Anupam Roy
Hariye Jao Jodi Bhire Lyrics in Bengali
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে,
রাস্তা শেষ হলে বাড়ি, তুমি
অপেক্ষা আমারই,
তোমার বালিশের কাছে
অভিমানেরা আজও বাঁচে।
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি,
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে।।
ফিরে আসা খড়কুটো
সাথে নিও ইচ্ছে হলে,
না লেখা যতো গল্পেরা
তোর দুচোখ দিচ্ছে বলে,
ভালোবাসা আটকাতে
স্মৃতির ধরনা চৌকাঠে।
দাঁড়িয়ে যেও মাঝপথে
শেষটুকু যদি নাই থাকে ..
দেরি করোনা আর প্রিয়
আমাকে সাথে নিও,
বৃষ্টি তোমার ঠিকানা
মেঘেরা শুধু আমারই,
বৃষ্টি তোমার ঠিকানা
মেঘেরা শুধু আমারই,
হারিয়ে যাও যদি ভিড়ে
আসার চেষ্টা করো ফিরে ..