Song: Grihobondi
Singer: Arman Alif
Grihobondi Lyrics in Bengali
তোরে আমি ভালোবেসে
এখন গৃহবন্দী
একলা ঘরে আহাজারি
কষ্ট প্রতিদ্বন্দ্বী (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…
তোর হতে তোরে পেতে
আমরণ অনশন
জানলোনা কেউ আমার ভিতর
আমারই নির্বাসন (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…
তোর হয়ে যাবো সয়ে
নিদারুণ প্রহসন
বুঝলোনা কেউ আমার এ মন
এ বুকে কী দহন (x2)
চোখের ভিতর রোজ স্বপ্নে
স্বপ্ন গুলো কুড়াই
মনের ভিতর তোর জন্যে
মনটা আমার পুড়াই…