Song: Gola Charo Protibade
Singer: Srikanto Acharya
Gola Charo Protibade Lyrics in Bengali
জীবনের শেষে শান্তীর বাণী
মুক্তির কথা বলছে,
তোমার পাঁজরে জমা যন্ত্রনা
হাহাকার করে মরছে।
সকালে বিকেলে, কাগজে খবরে
চোখ শুধু তুমি রাখছো,
প্রতিবাদে জমা শব্দ মলাট
জ্যান্ত কবর দিচ্ছ।
তুমি ভীতু আজ ..
জীবনের শেষে শান্তীর বাণী
মুক্তির কথা বলছে,
তোমার পাঁজরে জমা যন্ত্রনা
হাহাকার করে মরছে।
সকালে বিকেলে, কাগজে খবরে
চোখ শুধু তুমি রাখছো,
প্রতিবাদে জমা শব্দ মলাট
জ্যান্ত কবর দিচ্ছ।
বন্দে মাতরম, বন্দে মাতরম।।
তুমি ভীতু আজ থলিতে জমিয়ে
দিনযাপনের কান্না,
মিছিলে হাঁটো স্বপ্ন চোখেতে
স্বপ্নের চিতা আর না,
তোমার কথারা দেয়ালে লিপিতে
ফিকে হয়ে রং বদলায়,
দিনবদলের দিনেকের খেলা
বছরে বছরে পাল্টায়।
বন্দে বন্দে মাতরম মাতরম।।
মূর্খ তুমি স্বাধীনতা ভুলে
পরাধীন হয়ে থেকেছো,
মিথ্যে কথার বান্ডিলে জমা
ইতিহাস ভুল ভেবেছো,
তোমার আগুনে পুড়ে গেছো তুমি
প্রজন্মরাও পুড়েছে,
অনাহারে চাষী ফাঁসির দড়িতে
টিপসই জমা রেখেছে।
বন্দে মাতরম, বন্দে মাতরম।।
ওঠো জেগে আজ ঘরেতে মিছিলে
গলা ছাড়ো প্রতিবাদে,
প্রহসনী-রাজ আর কত কাল
ভারতবর্ষ কাঁদে, ভারতবর্ষ কাঁদে,
ভারতবর্ষ কাঁদে ..