Girlfriend Title Song Lyrics in Bengali |গার্লফ্রেন্ড লিরিক্স

Song: Girlfriend Title Song
Singer: Rupam Islam

Aami Tomaay Bhalobashi Lyrics in Bengali

ভিড় ঠেলে মিনিবাসে
একখানা সিট রেখে
জানলায় চোখ খোঁজে
তোর মুখ
রোদ্দুর বিকেলে
তোর লাল সাইকেলে
হিস্টরিক লাইব্রেরী, ধুকপুক

গার্লফ্রেন্ড,
তুমি আমার স্বপ্নে আসা পরি
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছু হবে, সরি
গার্লফ্রেন্ড,
তুমি আমার প্রথম দেখা স্টেশন
গার্লফ্রেন্ড,
না না অন্য কিছুর ডেফিনেশন

মন কেমন, সন্ধ্যেটা
চুপ করে, হাত ধরে
ফার্স্ট কিস, ভাগ্যিস
চুপচাপ চুপ, কলেজ ডুব,
সাতদিনই ক্যান্টিনে
বসে বসে ক্লাস মিস, ভাগ্যিস

গার্লফ্রেন্ড,
মানে হঠাৎ গাইছি আনমনা
গার্লফ্রেন্ড,
না না বুঝিয়ে বলতে পারবো না
গার্লফ্রেন্ড,
মানে উথালপাথাল সেনসেশন
গার্লফ্রেন্ড,
না না অন্যকিছুর ডেফিনেশন

মাঝরাতের তারাদের
সিলভার চাঁদটার সঙ্গেই হিংসে
জানলায় মুখ, সব ভুল-চুক
কবিতার খাতা আর
খালি গায়ে জিন্সে

গার্লফ্রেন্ড,
মানে হঠাৎ রাস্তা পিছুপিছু
গার্লফ্রেন্ড,
না না গুলিয়ে যাচ্ছে সব কিছু
গার্লফ্রেন্ড,
মানে ইচ্ছে খুশির পারমিশন
গার্লফ্রেন্ড,
না না অন্যকিছুর ডেফিনেশন

Share with your friends

Leave a Comment