Eto Shur Aar Eto Gaan lyrics: Srikanto Acharya
এত সুর আর এত গান
যদি কোনদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
কতদিন আর এ জীবন
কত আর এ মধু লগন
কতদিন আর এ জীবন
কত আর এ মধু লগন
তবুও তো পেয়েছি তোমায়
তবুও তো পেয়েছি তোমায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছিলে প্রাণ
আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছিলে প্রাণ
ক্ষতি নেই আজ কিছু আর
ভুলেছি যত কিছু তার
ক্ষতি নেই আজ কিছু আর
ভুলেছি যত কিছু তার
এ জীবনে সবই যে হারায়
এ জীবনে সবই যে হারায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
যদি কোনদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান।