Eto Din Je Boshe Chilem lyrics: Srikanto Acharya
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
বালক বীরের বেশে তুমি
করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
বালক বীরের বেশে তুমি
করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
অবাক আমি, তরুণ গলার গান
শুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
গন্ধে উদাস হাওয়ার মতো
উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার
কৃষ্ণচূড়ার মঞ্জরী
গন্ধে উদাস হাওয়ার মতো
উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার
কৃষ্ণচূড়ার মঞ্জরী
তরুণ হাসির আড়ালে কোন
আগুন ঢাকা রয়
এ কী গো বিস্ময়
অস্ত্র তোমার গোপন রাখ
কোন্ তূণে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।