Song: Ekla Cholo Re
Singer : Anupam Roy
Lyrics : Rabindranath Tagore
Ekla Cholo Re Lyrics in Bengali
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে (২ বার)
একলা চলো, একলা চলো
একলা চলো, একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে।
যদি কেউ কথা না কয়,
ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ
ফিরায়ে সবাই করে ভয় (২ বার)
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর
মনের কথা একলা বলো রে
যদি তোর ডাক শুনে
[কথা]
যদি আলো না ধরে,
ওরে ওরে ও অভাগা আলো না ধরে
যদি ঝড়-বাদলে আঁধার
রাতে দুয়ার দেয় ঘরে (২ বার)
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর
জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে (২ বার)