Ekdol Bondhu Lyrics in Bengali |একদল বন্ধু লিরিক্স

Song: Ekdol Bondhu
Singer: Rupam Islam

Ekdol Bondhu Lyrics in Bengali

একদল বন্ধু উচ্ছল
বাকবিতন্ডায় চঞ্চল,
চল নেমে পড়ি রাস্তায়
যাই চোখ যেদিকে চায়।

রাস্তার মোড়েও তর্ক,
শুভশ্রী, দেবাঞ্জন, অর্ক,
কেউ ডাইনে যেতে চাইবেই
কেউ টানবেই হ্যাঁচকা বাঁয়।

কেউ আসতে দেরি করছে
কেউ বড্ড বেশি খরচে,
দামি রেস্তোরাঁতে ঢুকবেই
প্রতিজ্ঞা মরণপণ।

অনির্বাণ কে একটা ফোন কর
বলে হাঁক দিচ্ছে শুভঙ্কর,
শবনম আর তিতলি গল্প করছে
অন্যদিকে মন।

লা লা লা…
খেলি নিয়ম ভাঙার খেলা,
বাঁধন ছাড়া পুজোর মজায়,
মানুষের মেলা।

আজ ভালবাসার আলো
এই শহরকে সাজালো,
অচেনা মুখের ভিড়ে
মন খুঁজছে চেনা সুখ।

কেউ হতাশা দিক মুছে
আর তমসা যাক ঘুচে,
যত শাসন-ভাষণ শিকেয় তুলে
আনন্দ বাড়ুক..

আর আমিও সেই রঙ্গে
মেতেছি বন্ধুদের সঙ্গে,
আর অজান্তে ডুবে যাচ্ছি
কারো প্রেমিক দু’চোখে।

কত নতুন প্রেমের গল্প
দুরুদুরু কাঁপছে অল্প,
দেবাঞ্জন-তিতলি, শবনম-অর্কর
আনন্দলোকে।

লা লা লা…
খেলি নিয়ম ভাঙার খেলা,
বাঁধন ছাড়া পুজোর মজায়,
মানুষের মেলা।

Share with your friends

Leave a Comment